logo


শিবগঞ্জ উপজেলা, বগুড়া বাংলাদেশ ।

শিবগঞ্জ উপজেলা, বগুড়া বাংলাদেশ ।

শিবগঞ্জ উপজেলা বাংলাদেশের বগুড়া জেলার
অন্তর্গত একটি উপজেলা । এটি আয়তনের দিক
দিয়ে বগুড়া জেলার বৃহত্তম উপজেলা।
অবস্থান
এটি বগুড়া শহর থেকে উত্তর পশ্চিম দিকে
অবস্থিত। এর মোট আয়তন প্রায় ৩১৫.৩৩ বর্গ
কিলোমিটার। এ উপজেলার উত্তরে গাইবান্ধা
জেলা , ,দক্ষিনে বগুড়া সদর উপজেলা ও কাহালু
উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলা ,পূর্বে
সোনাতলা উপজেলা ও গাবতলী উপজেলা এবং
পশ্চিমে কালাই উপজেলা ও ক্ষেতলাল
উপজেলা। বগুড়া জেলা শহর হতে ১৯ কিমিঃ
উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। অবশ্য
শিবগঞ্জ মূল করতোয়া নদীর তীরে অবস্থিত।
প্রশাসনিক এলাকা
শিবগঞ্জ উপজেলায় একটি থানা ও একটি
পৌরসভাসহ মোট ১২ টি ইউনিয়ন পরিষদ ও ৪৩৬ টি
গ্রামের সমন্বয়ে গঠিত। ইউনিয়ন পরিষদগুলো হলঃ
শিবগঞ্জ,
বিহার,
রায়নগর,
বুড়িগঞ্জ,
মাঝিহট্ট,
পীরব,
আটমুল,
কিচক,
ময়দানহাটা,
দেউলি,
মোকামতলা ও
সৈয়দপুর।


 • ইতিহাস:
  পুর্বে শিবগঞ্জ উপজেলা ছিল হিন্দু অধ্যুষিত
  এলাকা। সে সময় এ এলাকায় হিন্দুদের
  পুজাপার্বনের জন্য অসংখ্য শিবমন্দির ছিল।
  শিবমন্দিরকে কেন্দ্র করে বন্দর-গঞ্জ গড়ে উঠে।
  যার ফলশ্রূতিতে পরবর্তীতে এ উপজেলার নাম হয়
  শিবগঞ্জ। [২]
  জনসংখ্যার উপাত্ত
  ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিবগঞ্জ
  উপজেলার মোট জনসংখ্যা ৪,২৭,৯১৩ জন (প্রায়)।
  যার ২,০২,৩৮৬ জন (প্রায়) জন পুরুষ ও ২,২৫,৫২৭ জন
  (প্রায়) জন নারী। প্রতি কিলোমিটারে
  জনসংখ্যার ঘনত্ব ১,৮৪৮ জন। শিবগঞ্জ উপজেলার
  মোট ভোটার সংখ্যা ২,৪৫,৬৪৪ জন। এর মধ্যে পুরুষ
  ভোটার ১,১৭,৫৪০ জন ও মহিলা ভোটার ১,২৮,১০৪
  জন।
  শিক্ষা:
  শিক্ষায় শিবগঞ্জ উপজেলা অনেক অগ্রসর
  শিবগঞ্জ M.H মহাবিদ্যালয়,
 • মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রী কলেজ ,
 • মোকামতলা মহিলা কলেজ।
  উন্নতম। শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় সহ অনেক
  সরকারি বেসরকারি স্কুল মাদ্রাসা।
  অর্থনীতি
  কৃতী ব্যক্তিত্ব
  প্রফুল্ল চাকী (১৮৮৮-১৯০৮), ব্রিটিশ বিরোধী
  আন্দলনের নেতা । এম. আর. আখতার মুকুল
  (১৯২৯-২০০৪), লেখক এবং সাংবাদিক ।
  দর্শনীয় স্থান
  মহাস্থানগড়
  মহাস্থানগড় , পুন্ড্রবর্ধন প্রাচীনতম নগরী[৩]
  বেহুলার বাসর ঘর
  প্রত্নতত্ত্ব যাদুঘর
  হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার
  শরীফ
  ভাসু বিহার
  মসলা গবেষণা কেন্দ