শিবগঞ্জ উপজেলা বাংলাদেশের বগুড়া জেলার
অন্তর্গত একটি উপজেলা । এটি আয়তনের দিক
দিয়ে বগুড়া জেলার বৃহত্তম উপজেলা।
অবস্থান
এটি বগুড়া শহর থেকে উত্তর পশ্চিম দিকে
অবস্থিত। এর মোট আয়তন প্রায় ৩১৫.৩৩ বর্গ
কিলোমিটার। এ উপজেলার উত্তরে গাইবান্ধা
জেলা , ,দক্ষিনে বগুড়া সদর উপজেলা ও কাহালু
উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলা ,পূর্বে
সোনাতলা উপজেলা ও গাবতলী উপজেলা এবং
পশ্চিমে কালাই উপজেলা ও ক্ষেতলাল
উপজেলা। বগুড়া জেলা শহর হতে ১৯ কিমিঃ
উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। অবশ্য
শিবগঞ্জ মূল করতোয়া নদীর তীরে অবস্থিত।
প্রশাসনিক এলাকা
শিবগঞ্জ উপজেলায় একটি থানা ও একটি
পৌরসভাসহ মোট ১২ টি ইউনিয়ন পরিষদ ও ৪৩৬ টি
গ্রামের সমন্বয়ে গঠিত। ইউনিয়ন পরিষদগুলো হলঃ
শিবগঞ্জ,
বিহার,
রায়নগর,
বুড়িগঞ্জ,
মাঝিহট্ট,
পীরব,
আটমুল,
কিচক,
ময়দানহাটা,
দেউলি,
মোকামতলা ও
সৈয়দপুর।