মোকামতলা মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়
শ্রেণি শিক্ষকগণের করণীয়
*১. সঠিক সময়ে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান করতে হবে।
২. এসেম্বলিতে ছাত্রদের নিয়মিত অংশগ্রহণ, শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে শ্রেণি ক্যাপ্টেনের সহায়তায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
৩. প্রত্যেক মাসে হাজিরা খাতায় ছাত্রের পূর্ণনাম উঠানো।
৪. প্রতিটি ছাত্রের পিতা/মাতার মোবাইল নম্বর সংরক্ষণ করা।
৫. প্রত্যেক মাসে ছাত্রের উপস্থিতি সংখ্যা হাজিরা খাতায় প্রদর্শন করা।
৬. বৃত্তিপ্রাপ্ত, অন্যান্য ধর্মাবলম্বি, বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেন্ট ইত্যাদি গ্র“পভিত্তিক ছাত্রদের হাজিরা খাতায় চিহ্নিত করা।
৭. শ্রেণিকক্ষে ছাত্রদের আসন বিন্যাস, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সম্পদ রক্ষা ইত্যাদি বিষয়ে বিশেষভাবে ছাত্রদের উদ্বুদ্ধকরা এবং সচেতন থাকা।
৮. শিক্ষার্থীদের Full Uniform নিশ্চিত করা।
৯. নিয়মিতভাবে পাঠদানের শুরুতেই বোর্ডে তারিখ, বিষয়, উপস্থিতি-অনুপস্থিতি ইত্যাদি তথ্য উপস্থাপন করা।
১০. শাখা ভিত্তিক এসেম্বলি পরিচালনার জন্য স্ব-স্ব শ্রেণিতে সুদক্ষ দল গঠন করা।
১১. অগ্রীম ছুটি, অসুস্থতাজনিত ছুটিসহ যাবতীয় দরখাস্ত সঠিকভাবে সংরক্ষণ করা।
১২. উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিতি জরিমানা আদায়ে সচেষ্ট হওয়া।
১৩. শ্রেণিকক্ষে ক্যাপ্টেনের ভূমিকা যথাযথ পালনে সর্বাত্মক সহায়তা করা।
১৪. দুই পিরিয়ডের মধ্যবর্তী সময়ে শিক্ষার্থীদের বারান্দায় অবস্থান বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া।
১৫. প্রতিমাসে বেতন আদায়ের খাতায় হিসেব সম্পূর্ণ করে সহকারি প্রধান শিক্ষকের স্বাক্ষর গ্রহণ করা।
১৬. বেতন আদায়ের দিনে কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের পূর্বে বেতন আদায় শেষ হলেও শ্রেণিকক্ষ ত্যাগ না করে নির্ধারিত পিরিয়ড পর্যন্ত শ্রেণিকক্ষে অবস্থান করা।
১৭. ছাত্র টিফিন বিতরণ ব্যবস্থায় নিজ নিজ শ্রেণি কক্ষে যাবতীয় অনিয়ম দূরীকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
১৮. টিফিন শেষে যথাসময়ে চুড়ান্ত ঘন্টা বেজে উঠার পূর্বেই শ্রেণিকক্ষে ছাত্রদের অবস্থান নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখা।
১৯. যেহেতু বছর শেষে শ্রেণি শিক্ষককে পাশ/ফেলের হিসাব দিতে হয়, সেহেতু সকল বিষয়ে রুটিন মাফিক কোর্স এগিয়ে যাচ্ছে কি না তা জ্ঞাত হওয়া, প্রয়োজনে বিষয় শিক্ষকের সাথে কথা বলা এবং সহকারি প্রধান শিক্ষককে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
*২০. শ্রেণিতে বিভিন্ন প্রতিভাবান শিক্ষার্থীর প্রতিভা বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা ও পরামর্শ প্রদান করা।
*২১. শ্রেণির অনাকাঙ্খিত-অনভিপ্রেত ঘটনা শ্রেণিতেই যথা সম্ভব মেটানোর ব্যবস্থা করণ।
*২২. নীতি-নৈতিকতা উন্নত করতে বিষয় ছাড়াও সংক্ষেপে উদাহরণ স্থাপন করা।
*২৩. সর্বোপরি নিজস্ব মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রয়োগ করে ছাত্রবান্ধব পরিবেশসৃষ্টিতে সহায়তা করা।
*২৪. শিক্ষক ডায়েরি প্রতিদিন ব্যবহার করতে হবে।
*২৫. সমাবেশে সকলকে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করতে হবে।
বিঃদ্রঃ * চিহ্ন গুলো সকল শিক্ষকের জন্য করণীয়।